October 25, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বাংলাদেশের জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত অস্ট্রেলিয়ার

বাংলাদেশের জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত অস্ট্রেলিয়ার

Image

কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি ও জলবায়ু সহনশীলতা গড়ে তোলার অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা উন্নয়নে অস্ট্রেলিয়া তার সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন।

সম্প্রতি ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল ও টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা অগ্রসর করার বিষয়ে আয়োজিত এক কর্মশালায় অংশ নেন। কর্মশালায় তিনি বাংলাদেশের কৃষি খাত শক্তিশালী করা এবং পরিবেশগত অবক্ষয় ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

কর্মশালায় অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পও প্রদর্শিত হয়। অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ (এশিয়ার) এবং কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (সিএসআইআরও)-এর সহযোগিতায় এসব প্রকল্পে লবণাক্ত উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল ফসল ব্যবস্থা একীভূতকরণ ও টেকসই কৃষি অনুশীলন প্রচারে গবেষণা চলছে।

Scroll to Top