October 25, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • নীলফামারীর সায়েদপুরে এনআরবি ব্যাংক পিএলসি এর ১০১তম নেটওয়ার্ক পয়েন্ট উদ্বোধন

নীলফামারীর সায়েদপুরে এনআরবি ব্যাংক পিএলসি এর ১০১তম নেটওয়ার্ক পয়েন্ট উদ্বোধন

Image

বাংলাদেশের দ্রুতবর্ধনশীল উদীয়মান ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এনআরবি ব্যাংক পিএলসি নীলফামারীর সায়েদপুরে একটি নতুন সাব-শাখার উদ্বোধন করেছে। এর মাধ্যমে দেশে ব্যাংকটির নেটওয়ার্ক পয়েন্টের সংখ্যা দাঁড়াল ১০১টি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের নির্বাহী পরিচালক মো. আলী মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রশিদুল হুদা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন মো. তৌফিকুল আলম চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।

প্রধান অতিথি তার বক্তব্যে সায়েদপুরে ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণের জন্য এনআরবি ব্যাংককে ধন্যবাদ জানান। তিনি বলেন, স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উন্নয়নে এসএমই খাতে অর্থায়নের ওপর জোর দিতে হবে, যা এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। পাশাপাশি ব্যাংককে ত্রুটিমুক্ত ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

নতুন সাব-শাখার উদ্বোধনের মাধ্যমে এনআরবি ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তি, আধুনিক ব্যাংকিং সেবা ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি আরও জোরালোভাবে ব্যক্ত করল।

Scroll to Top