মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মি. পল ফ্রস্ট মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ২০২৫) আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (আমচ্যাম) কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি আমচ্যামের সভাপতি মি. সৈয়দ এরশাদ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আমচ্যাম সভাপতি মি. আহমেদ সংগঠনের ইতিহাস, সাম্প্রতিক প্রভাবশালী কার্যক্রম এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চলমান সংলাপ বিষয়ে মি. ফ্রস্টকে অবহিত করেন।
মি. ফ্রস্ট আমচ্যাম সদস্যদের প্রতি সমর্থন জোরদার, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র–বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উভয়পক্ষই যৌথভাবে একটি অনুকূল বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় ইউএস এম্বাসির কমার্শিয়াল স্পেশালিস্ট মি. আবির বড়ুয়া এবং আমচ্যামের নির্বাহী পরিচালক মি. চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ উপস্থিত ছিলেন।











