‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স্ অ্যাওয়ার্ডস্ ২০২৫ ’আয়োজনের ঘোষণা দিয়েছে দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ। দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশী রপ্তানিকারকদের রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদানের স্বীকৃতি দিতেই এই অ্যাওয়ার্ডস্-এর আয়োজন।
এইচএসবিসি এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ডস ২০২৫ এর নমিনেশন ফর্ম পূরণের মাধ্যমে ‘বছরের সেরা রপ্তানিকারক’ হিসেবে চারটি ক্যাটাগরিতে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স্ অ্যাওয়ার্ডস্ ২০২৫’ -এর ক্যাটাগরিগুলো হলো:
- রপ্তানিতে এক্সিলেন্স্- তৈরি পোশাক শিল্প (আরএমজি)
বার্ষিক রপ্তানি আয় ১০০ মিলিয়ন মার্কিন ডলার ও তার বেশি
সকল এ্যাপারেল পন্য যা মূলত তৈরি পোশাক শিল্পের সাথে সম্পৃক্ত - রপ্তানিতে এক্সিলেন্স্- তৈরি পোশাক শিল্প (আরএমজি)ব্যাকওয়ার্ড লিংকেজ
বার্ষিক রপ্তানি আয় ৫০ মিলিয়ন মার্কিন ডলার ও তার বেশি
তৈরি পোশাক শিল্প এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরকে সাপোর্ট করে এমন পন্য - রপ্তানিতে এক্সিলেন্স্-রপ্তানিতে এক্সিলেন্স্- অসনাতন ও উদীয়মান ক্ষেত্র – ম্যানুফ্যাকচারিং
বার্ষিক রপ্তানি আয় ১০ মিলিয়ন মার্কিন ডলার ও তার বেশি
ইলেক্ট্রনিক্স, হাল্কা ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক্স, ফার্নিচার, জুতো, চামড়াজাত পণ্য, এগো প্রসেসিং, অটোমোটিভ কম্পোনেন্টস্ ইত্যাদি। - রপ্তানিতে এক্সিলেন্স্- অসনাতন ও উদীয়মান ক্ষেত্র – সার্ভিস
বার্ষিক রপ্তানি আয় ৫ মিলিয়ন মার্কিন ডলার ও তার বেশি
প্রোফেশনাল, ডিজিটাল অথবা জ্ঞান-ভিত্তিক সার্ভিস
‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স্ অ্যাওয়ার্ডস্ ২০২৫’ যাদের পৃষ্ঠপোষকতায় হচ্ছে, তাঁরা হলেন: বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রনালয় ও দি বৃটিশ হাই কমিশন ঢাকা। টেকনিক্যাল পার্টনার কেপিএমজি এ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড। বিচারকমন্ডলী বা জুরি প্যানেলে থাকবেন, এইচএসবিসি সিনিয়র ম্যানেজমেন্ট টিম, বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রনালয় ও দি বৃটিশ হাই কমিশন ঢাকা-র নির্বাচিত সদস্যগণ।
বিজয়ীদের নির্বাচনের ক্ষেত্রে দেশের রপ্তানি ও সামগ্রিক অর্থনীতিতে অবদান, সামাজিক দায়িত্ববোধ, টেকসই পরিচালন প্রক্রিয়া, ডাইভার্সিটি, রেগুলেটরী কমপ্লায়েন্স প্রভৃতিও বিচার করা হবে। অংশগ্রহনের জন্যে কোনো এন্ট্রি ফি নেই বা অংশগ্রহনকারীকে এইচএসবিসি-র গ্রাহক হওয়ারও প্রয়োজন নেই।
বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও উদ্যোক্তাগণদের প্রতি আন্তরিক সহযোগীতার কথা উল্লেখ করে এইচএসবিসি বাংলাদেশের সিইও মো: মাহবুবউর রহমান বলেন,“এই পুরস্কারের মাধ্যমে আমরা দেশের সফল প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সাফল্য এবং বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁদের নিরলস প্রচেষ্টাকে উদ্যাপন করছি। ‘মেইড ইন বাংলাদেশ’-কে বিশ্ববাজারে পৌঁছে দিতে এবং আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে তারা যে পথপ্রদর্শকের ভূমিকা রাখছেন, সেই যাত্রায় অংশ নিতে পেরে আমরা গর্বিত।”
এইচএসবিসি বাংলাদেশর কান্ট্রিহেড অফ কমিউনিকেশনস্ – তালুকদার নোমান আনোয়ার ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স্ অ্যাওয়ার্ডস্ ২০২৫’-এ অংশগ্রহনের নিয়ম-নীতিগুলি বিস্তারিতভাবে বর্ণনা করেন।
এইচএসবিসি বাংলাদেশের সিইও মো: মাহবুবউর রহমান -এর সঞ্চালনায় একটি সংক্ষিপ্ত আলোচনায়, এক্সপোর্ট এক্সিলেন্স্ অ্যাওয়ার্ডস্ -এর প্রাক্তন বিজয়ী, এম এ জাব্বার, ম্যানেজিং ডিরেক্টর, ডিবিএল গ্রুপ এবং কুতুবউদ্দিন আহমেদ, চেয়ারম্যান,এনভয় লিগ্যাসি গ্রুপ বাংলাদেশের এক্সপোর্ট অঙ্গন এবং উক্ত অ্যাওয়ার্ডস নিয়ে তাঁদের মতামত ও অনুভুতি ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ড: এম. রাজ্জাকুল ইসলাম বিপিএএ, ডেপুটি সেক্রেটারি, বাণিজ্য মন্ত্রনালয় এবং মার্টিন ডওসন, ডেপুটি ডেভেলপমেন্ট ডাইরেক্টর, বৃটিশ হাই কমিশন ঢাকা।
নমিনেশন ফর্ম ও অন্যান্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.business.hsbc.com.bd/EEA2025 ওয়েবসাইট-এ। প্রতিষ্ঠানসমূহ অন্য প্রতিষ্ঠানকেও মনোনয়ন দিতে পারবেন। নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।











