ঢাকায় নেদারল্যান্ডস কিংডমের দূতাবাসে নতুন মনোনীত-রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মি. জোরিস ভ্যান বমেল। তিনি আন্তর্জাতিক উন্নয়ন, বাণিজ্য, সিভিল সোসাইটি, বৈশ্বিক শিক্ষা ও কূটনীতিতে সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে এসেছেন।
রাষ্ট্রদূত-মনোনীত ভ্যান বমেল এর আগে কেনিয়ায় নেদারল্যান্ডস দূতাবাসে উপ-রাষ্ট্রদূত ও বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উগান্ডায় নেদারল্যান্ডস দূতাবাসে উপ-রাষ্ট্রদূত ও সহযোগিতা বিভাগের প্রধান ছিলেন। নেদারল্যান্ডস পররাষ্ট্র মন্ত্রণালয়ের সোশ্যাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সিভিল সোসাইটি ডিভিশনে ডেপুটি হেড হিসেবে এবং বিশ্বব্যাংকের ওয়াশিংটন ডিসি-ভিত্তিক গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সচিবালয়ে সেকেন্ডমেন্টে দায়িত্ব পালন করেছেন।
তার কর্মজীবনে তিনি নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালির নেদারল্যান্ডস দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্যারিসে ইউনেস্কো এবং বুর্কিনা ফাসোতে ইউনিসেফের সঙ্গেও কাজ করেছেন।
দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রদূত-মনোনীত জোরিস ভ্যান বমেলকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে এবং বাংলাদেশে বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করে নেদারল্যান্ডস-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।











