October 26, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যবিরোধী ও উন্নত বাংলাদেশ গড়ব: ড. এম এ কাইয়ুম

তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যবিরোধী ও উন্নত বাংলাদেশ গড়ব: ড. এম এ কাইয়ুম

Image

ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ঢাকা ১১ আসনের বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে বৈষম্যবিরোধী এবং উন্নত বাংলাদেশ উপহার দিব।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ কাইয়ুম বলেন, “ভোটের অধিকার শেখ হাসিনা লুণ্ঠন করে দীর্ঘ সময় বাংলাদেশে স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছে। এদেশের জনগণ স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই জুলাই আন্দোলনে বিএনপির সাথে ছাত্রজনতা ও অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে। যার ফলে আমরা স্বৈরাচারী হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করতে পেরেছি।”

ড. এম এ কাইয়ুম আরো বলেন, “দেশে একটা সুন্দর ভোট হবে। সেই ভোটে দেশের মানুষ ধানের শীষে ভোট দিবে। এদেশের মানুষ যতবার সুযোগ পেয়েছে ততবারই ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে। এছাড়া বিএনপি যতবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, ততবার এদেশের মানুষের মাটি ও মানুষের জন্য কাজ করেছে।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের তারুণ্যের নেতা তারেক রহমানের নেতৃত্বে সকল সকল লোভ প্রলোভন নির্যাতনকে উপেক্ষা করে স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে বিদায় করেছি। এদেশের মানুষ তারেক রহমান, খালেদা জিয়া ও জিয়াউর রহমানকে বিশ্বাস করে। বিএনপি, খালেদা জিয়া এবং তারেক রহমান না থাকলে শেখ হাসিনা এই বাংলাদেশটাকে বিক্রি করে দিত। এদেশের মানুষের আর কোন আশা আকাঙ্ক্ষা থাকত না।”

Scroll to Top