August 10, 2025

শিরোনাম

আসিয়ান দিবসের ৫৮তম বর্ষপূর্তি উদযাপন

Image

আসিয়ান মহাসচিব ড. কাও কিম হোর্ন আসিয়ান সদর দপ্তরে ৫৮তম আসিয়ান দিবস উদযাপন করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি “ASEAN 2045: Our Shared Future” সফলভাবে গৃহীত হওয়াকে আসিয়ান কমিউনিটি গঠনের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেন।

ড. কাও ভবিষ্যৎ যাত্রাপথে আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নই আসিয়ানের আঞ্চলিক সংহতির মূল চালিকা শক্তি হয়ে থাকবে, যা একটি সমৃদ্ধ আসিয়ান কমিউনিটি গঠনে সহায়তা করবে।

অনুষ্ঠান উপলক্ষে আসিয়ান ২০২৫-এর চেয়ার ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিম ভিডিও বার্তায় ৫৮তম আসিয়ান দিবসের শুভেচ্ছা জানান।

Scroll to Top