August 10, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ‘পতিত ফ্যাসিবাদি শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যহত রেখেছে’ – শিল্প উপদেষ্টা

‘পতিত ফ্যাসিবাদি শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যহত রেখেছে’ – শিল্প উপদেষ্টা

Image

শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ রুখতে পারবে না। ষড়যন্ত্র থেমে নেই। পতিত ফ্যাসিবাদি শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যহত রেখেছে। কিন্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না।

তিনি বলেন, ২৪ এর গণ আন্দোলনে শহীদদের রক্তের ওপর দাড়িয়ে এক বছর আগে যে নতুন বাংলাদেশ বিনির্মানের প্রক্রিয়া শুরু হয়েছিল। এক বছর পর এসে বলতে পারি সেই প্রক্রিয়া বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই। আজকের দিনে একটি মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। যা সিডিএর অত্যন্ত ভালো উদ্যোগ।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর রিং রোড মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এ কথা বলেন।

সিডিএ বাস্তবায়িত এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, সিটি কর্পোরেশন ও সিডিএর কর্মকর্তাবৃন্দ।

মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, পতেঙ্গা আউটার রিং রোড এলাকায় দীর্ঘদিন কোন মসজিদ ছিল না। আজ আমরা এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। এখানে উপস্থিত আমরা সবাই আল্লাহর ঘর নির্মাণের শরিক হলাম। তিনি মসজিদের পাশে একটি পার্ক নির্মাণের আহবান জানান।

দুই তলা বিশিষ্ট এ মসজিদের মোট আয়তন হবে ৪৪ হাজার ১৯৯ বর্গফুট, যেখানে ১ হাজার ৯১৮ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদে নারীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুন।

Scroll to Top