August 7, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • সাহাবুদ্দীনের চেয়ে ভালো নির্বাচন না করলে ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন সরকারের: জয়নুল আবদিন ফারুক

সাহাবুদ্দীনের চেয়ে ভালো নির্বাচন না করলে ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন সরকারের: জয়নুল আবদিন ফারুক

Image

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সাহাবুদ্দীনের আমলের চেয়েও ভালোভাবে একটি সুষ্ঠু নির্বাচন যদি ড. ইউনূস করতে না পারেন, তবে সেই ব্যর্থতা তার ওপরই আসবে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট, ২০২৫) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা লটারির মাধ্যমে এসপি ও ওসি বদলির প্রস্তাব করেছেন। তবে যারা, ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে জড়িত ছিলেন, সেসব পুলিশ কর্মকর্তার নাম যেন লটারিতে না থাকে।”

তিনি বলেন, “যাদের কারণে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, কলঙ্ক সৃষ্টি হয়েছে, সেসব অফিসার যেন আগামী ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দায়িত্ব না পান।

রাজনীতি ব্যক্তিগত সম্পদ নয়, জনগণের—এমন মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশের সৎ রাজনীতির প্রচলন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া হচ্ছেন ‘‘আপসহীন নেত্রী’’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আকন্দ এবং প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

Scroll to Top