August 2, 2025

শিরোনাম

bdapps Innovation Summit 2025: গ্র্যান্ড ফাইনালের দ্বারপ্রান্তে ২৫ উদ্ভাবনী দল

Image

দেশজুড়ে ছড়িয়ে থাকা তরুণ উদ্ভাবকদের প্রযুক্তি-নির্ভর সমাধানকে সম্মান জানাতে রবি আয়োজিত bdapps Innovation Summit 2025 পৌঁছে গেছে চূড়ান্ত পর্বের একেবারে দোরগোড়ায়। পিচিং সেশনের বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে এবার নির্বাচিত হয়েছে সেরা ২৫টি দল, যারা বাংলাদেশের আগামী দিনের প্রযুক্তি খাতে পরিবর্তনের ঝাণ্ডাবাহী হতে চলেছে।

প্রায় দেড় হাজারেরও বেশি উদ্ভাবনী ধারণার মধ্য থেকে কঠোর যাচাই-বাছাই শেষে উঠে এসেছে এই প্রতিযোগিতার ফাইনালিস্টরা। প্রতিটি দল তাদের নিজ নিজ উদ্ভাবনের মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানের পথ দেখাচ্ছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, নগর ব্যবস্থাপনা সহ বিভিন্ন খাতে প্রযুক্তিনির্ভর সমাধান দিয়ে তারা বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার সম্ভাবনার বার্তা বহন করছে।

Scroll to Top