বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজ বুধবার (১৫ জানুয়ারি, ২০২৫) তেজগাঁও থানার ২৬ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জননেতা জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি, বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ১নং সদস্য এবং সাবেক সফল কমিশনার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নেতৃবৃন্দ, জনাব মোঃ এল রহমান, মোঃ মোজাম্মেল হোসেন সেলিম এবং জনাব মোঃ নুরুল হুদা ভূঁইয়া নূর হোসেন। এছাড়া, তেজগাঁও থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার জনাব মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজু সহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।