March 15, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ১১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী বিএনপির কর্মসূচি

১১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী বিএনপির কর্মসূচি

Image

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবি নিয়ে আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হওয়া পর্যন্ত সারাদেশে কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) বিকেল ৫টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১০ দিনের মধ্যে ৬৪টি জেলায় রাজনৈতিক সভা-সমাবেশ করবে বিএনপি। জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা এসব সমাবেশে উপস্থিত থাকবেন। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।

রিজভী বলেন, ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কর্মসূচি জেলায় জেলায় অনুষ্ঠিত হবে। কর্মসূচির তারিখ ও সিনিয়র নেতাদের তালিকা মিডিয়াকে জানানো হবে।

তিনি বলেন, পর্যায়ক্রমে মহানগর, বিভাগীয় শহরে কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচি রমজানের আগেই শেষ হবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, কর্মসূচির এজেন্ডায় চলমান রাজনৈতিক বিষয়সহ বেশকিছু বিষয় আছে, যা শিগগির সাংবাদিকদের জানানো হবে।

Scroll to Top