August 7, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • হিরোশিমা দিবস উপলক্ষে লিবারেশন ওয়ার মিউজিয়ামের আয়োজনে জাপান রাষ্ট্রদূতের অংশগ্রহণ

হিরোশিমা দিবস উপলক্ষে লিবারেশন ওয়ার মিউজিয়ামের আয়োজনে জাপান রাষ্ট্রদূতের অংশগ্রহণ

Image

লিবারেশন ওয়ার মিউজিয়ামের উদ্যোগে বুধবার (৬ আগস্ট, ২০২৫) অনুষ্ঠিত হলো ‘হিরোশিমা দিবস ২০২৫’ স্মরণ অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইডা শিনইচি (SAIDA Shinichi)।

অনুষ্ঠানে হিরোশিমার ভয়াবহতা ও শান্তির বার্তা পৌঁছে দিতে আয়োজন করা হয় প্রয়াত আলোকচিত্রী নবাজেশ আহমেদের একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে অংশ নেন রাষ্ট্রদূতসহ আগত অতিথিরা। এছাড়া সাদাকো সাসাকির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রছাত্রীদের তৈরি সাদা কাগজের সারস পাখি (white paper cranes) অনুষ্ঠানস্থলে স্থান পায়, যা ছিল এক অনন্য শান্তির প্রতীক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিবারেশন ওয়ার মিউজিয়ামের ট্রাস্টি ও সদস্য সচিব মোফিদুল হক, ট্রাস্টি ডা. সরওয়ার আলী এবং আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

রাষ্ট্রদূত সাইডা শিনইচি তার বক্তব্যে এক বছর আগে ঘটে যাওয়া শিক্ষার্থীনেতৃত্বাধীন গণ-আন্দোলনের শহিদদের স্মরণে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে গত ২১ জুলাই ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

তিনি বলেন, “জাপান একমাত্র দেশ যারা যুদ্ধে পারমাণবিক বোমার অভিজ্ঞতা পেয়েছে। তাই আমাদের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মকে হিরোশিমার বাস্তবতা জানানো এবং বিশ্ব শান্তির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা।”

তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণ ও তাদের তৈরি সাদা কাগজের সারস পাখিকে শান্তির প্রতীক হিসেবে বিশেষভাবে প্রশংসা করেন। বক্তব্যের শেষাংশে রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন এবং একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের কামনা করেন।

Scroll to Top