August 3, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • হাজারীবাগে এসএমই ফাউন্ডেশনের ‘বহুমুখী চামড়াজাত পণ্য তৈরি’ প্রশিক্ষণ শুরু

হাজারীবাগে এসএমই ফাউন্ডেশনের ‘বহুমুখী চামড়াজাত পণ্য তৈরি’ প্রশিক্ষণ শুরু

Image

চামড়া শিল্পে দক্ষ জনবল তৈরি, চামড়াজাত পণ্যের বৈচিত্র্যকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ জুন থেকে ২৩ জুলাই ২০২৫ পর্যন্ত রাজধানীর হাজারীবাগে শুরু হয়েছে ‘বহুমুখী চামড়াজাত পণ্য তৈরি’ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

প্রশিক্ষণটিতে অংশগ্রহণকারীদের চামড়ার প্রাথমিক ধারণা ও শ্রেণিবিন্যাস, চামড়া শিল্পে ব্যবহৃত যন্ত্রাংশ ও টুলস-এর পরিচিতি এবং ব্যবহার, প্যাটার্ন তৈরির পদ্ধতি, কাঁচামালের উৎস এবং পণ্যের গুণমান সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের আওতায় ব্যাগ, বেল্ট, মানিব্যাগ, চাবির রিং, লেডিস ব্যাগ, জুতা, স্যান্ডেল, চামড়ার জ্যাকেট, জায়নামাজ, অফিস ও ল্যাপটপ ব্যাগসহ নানাবিধ চামড়াজাত পণ্যের তৈরির কৌশল শেখানো হচ্ছে।

এছাড়াও অংশগ্রহণকারীরা ব্যবসা ব্যবস্থাপনা, মার্কেটিং ও ব্র্যান্ডিং, পণ্যের মান নির্ধারণ ও প্যাকেজিং, মূল্য নিরূপণ এবং সফল উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটি পরিপূর্ণ ধারণা লাভ করছেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক জনাব মো. রাকিব উদ্দিন খান এবং সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. আব্বাস আলী।

Scroll to Top