বুধবার (১৩ মার্চ, ২০২৫) হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর অফিসার্স ক্লাবে। অনুষ্ঠানে হাবের নবনির্বাচিত সভাপতি জনাব সৈয়দ গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এএফএম খালিদ হাসান।


প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আব্দুন নাসের খান।




ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন হাবের সম্মানিত মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। আরও বক্তব্য দেন বিজিএমইএ’র সাবেক সভাপতি এসএম ফজলুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন হাব প্রতিষ্ঠার প্রথম সভাপতি ড. মোহাম্মাদ ফারুক, সাবেক সভাপতি জনাব ইব্রাহীম বাহার, জনাব জামাল আহমেদ, প্রতিষ্ঠার প্রথম মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতি, সাবেক মহাসচিব রশিদ শাহ সম্রাট, আটাব সভাপতি আব্দুস সালাম আরেফ এবং টোয়াব সভাপতি জনাব মোহাম্মাদ রাফিউজ্জামান।


এছাড়াও চট্টগ্রাম ও ঢাকা জোনসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং হাবের সম্মানিত সদস্যবৃন্দ উক্ত মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে অতিথিরা হজ্জ ব্যবস্থাপনার উন্নয়ন ও ধর্মীয় সেবার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা হাবের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।