August 2, 2025

শিরোনাম
  • Home
  • আইন-আদালত
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম জড়িয়ে ‘মিথ্যা সংবাদ’ প্রকাশের প্রতিবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম জড়িয়ে ‘মিথ্যা সংবাদ’ প্রকাশের প্রতিবাদ

Image

বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আজ রবিবার (২৭ জুলাই, ২০২৫) “চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ছাত্র প্রতিনিধি বা কোনো ধরনের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত নেই।

প্রতিবাদ জানিয়ে মন্ত্রণালয় আরও জানায়, কেউ যদি মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তার দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।

মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় অটুট বিশ্বাস রাখে। তবে একইসঙ্গে সংবাদমাধ্যমের প্রতি দায়িত্বশীল আচরণ এবং তথ্য যাচাই-বাছাইয়ের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

ভবিষ্যতে এ ধরনের সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের আগে তথ্যের যথাযথ সত্যতা যাচাই ও সতর্কতা অবলম্বনের জন্য গণমাধ্যমসমূহকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Scroll to Top