October 24, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচ–২০২৫ এর কুচকাওয়াজ অনুষ্ঠিত

সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচ–২০২৫ এর কুচকাওয়াজ অনুষ্ঠিত

Image

বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারাবাহিকতায় আজ বুধবার (১৫ অক্টোবর, ২০২৫) অনুষ্ঠিত হয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচ–২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ।

চট্টগ্রাম সেনানিবাসস্থ দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি)–তে আয়োজিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

অন্যদিকে, একই দিনে বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল (এসিসিএন্ডএস)–এ আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচ–২০২৫ এর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া।

দুই অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন সৈনিকবৃন্দ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। প্রধান অতিথিগণ তাঁদের বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস, বীরত্বগাঁথা ও দেশমাতৃকার সেবায় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের অবদান তুলে ধরেন। একইসাথে তাঁরা নবীন সৈনিকদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধে অনুপ্রাণিত হয়ে জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, নবীন সৈনিকদের পরিবারের সদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত থেকে মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন।

সূত্রঃ আইএসপিআর।

Scroll to Top