ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিআইএফবি)-এর একটি প্রতিনিধি দল এর সভাপতি জনাব মো. মুইন উদ্দিন মজুমদারের নেতৃত্বে সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব জহির আহমেদ ও জনাব সৈয়দ মুস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ জনাব দীপক কুমার বড়াল এবং নির্বাহী পরিচালক জনাবা লুলু মাহফুজা। বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্যে সিসিআইএফবি ও বিডার মধ্যে সম্ভাব্য সহযোগিতার পথ নিয়ে আলোচনা করা হয়।
উভয় পক্ষ বাংলাদেশে ফরাসি বিনিয়োগ আকর্ষণের জন্য একটি অনুকূল বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার গুরুত্বের উপর জোর দেন এবং ব্যবসা-বান্ধব উদ্যোগ বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সম্মত হন। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সহায়তা এবং নীতিগত সমর্থনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়।
সিসিআইএফবি প্রতিনিধি দল বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সহায়তা করতে টেকসই বাণিজ্য অংশীদারিত্ব ও বিনিয়োগ উদ্যোগ প্রচারের আগ্রহ প্রকাশ করেন। জবাবে, জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ফরাসি কোম্পানিগুলোর বিনিয়োগ সুবিধার্থে বিডার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকটি ইতিবাচক নোটে শেষ হয়, যেখানে উভয় পক্ষ অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালীকরণ এবং পারস্পরিক ব্যবসায়িক স্বার্থ বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।