গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারে নিবেদিত গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) পেয়েছে নতুন নেতৃত্ব। টেলিভিশন উপস্থাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একইসঙ্গে, অর্থনীতিবিদ ও গবেষক পারভেজ করিম আব্বাসী নতুন নির্বাহী পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন।
এই সিদ্ধান্তটি চূড়ান্ত হয় গত ৫ জুলাই অনুষ্ঠিত সিজিএস-এর পরিচালনা পর্ষদের সভায়, যেখানে সর্বসম্মতভাবে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। পরবর্তীতে ৭ জুলাই (সোমবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় সিজিএস।
উল্লেখ্য, জিল্লুর রহমান দেশের গণমাধ্যম জগতে একজন পরিচিত মুখ, যিনি টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। অপরদিকে পারভেজ করিম আব্বাসী অর্থনীতি ও নীতিনির্ধারণ সংক্রান্ত গবেষণায় সুপরিচিত নাম।