বিজিএমইএ ও সম্মিলিত পরিষদের সাবেক সভাপতি এবং ড্রাগন গ্রুপ ও রূপালী ইনস্যুরেন্সের চেয়ারম্যান জনাব মোস্তফা গোলাম কুদ্দুসের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সম্মিলিত পরিষদের উদ্যোগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি, ২০২৫) বিকেলে বিজিএমইএ-এর অডিটোরিয়ামে এই শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান।

শোকসভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা জনাব মোস্তফা গোলাম কুদ্দুসের অবদান ও কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, দেশের গার্মেন্টস শিল্পের বিকাশ ও বাণিজ্য উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অভাব অপূরণীয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করা হয়, যেখানে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে বিজিএমইএ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জনাব মোস্তফা গোলাম কুদ্দুসের স্মরণে এই শোকসভা তাঁর কর্ম ও আদর্শকে আরও সুদৃঢ়ভাবে স্মরণ করিয়ে দিলো বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।