প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রবিবার (১৩ এপ্রিল ২০২৫) ঢাকায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে এই আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।






অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীকে শ্রদ্ধা জানিয়ে এ বৌদ্ধ বিহার দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং কারিগরি শিক্ষাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ‘সম্প্রীতি ভবন’ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রীতি ও মানবতার ঐতিহ্য বহন করে গৌরবজনক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।