শনিবার (২৫ অক্টোবর ২০২৫) রাজধানীতে অনুষ্ঠিত ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে বক্তব্য রাখতে গিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বর্তমানে দেশে সংঘাত এড়াতে প্রধান উপদেষ্টার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর অবস্থানের কারণেই অনেকে এখন সংঘাতে জড়াচ্ছে না, যদিও অনেকেই এখনো রাজনৈতিক উত্তেজনার জন্য প্রস্তুত হয়ে আছে।
তিনি বলেন, “সরকার পরিবর্তন হলেই মসজিদের ইমাম থেকে শুরু করে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পর্যন্ত বদলে যায়। এটি আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের স্থিতিশীলতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।”
মাহফুজ আলম আরও বলেন, অতীতের রাজনৈতিক নেতৃত্ব মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য তেমন উদ্যোগ নেয়নি; বরং কেউ সুন্নি, কেউ কওমি—এই বিভাজনের সুযোগ নিয়েছে। “অনেকে ইসলামকে রাষ্ট্রীয় রাজনীতির কেন্দ্রে আনতে চায়, অথচ তারা এই অঞ্চলের ইসলামী ঐতিহ্য ও সুফি সংস্কৃতির ইতিহাস গভীরভাবে বোঝে না,” যোগ করেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, নিজেদের রাজনৈতিক অবস্থান রক্ষার জন্যই আওয়ামী লীগের সঙ্গে সুফিবাদের সম্পর্ক গড়ে উঠেছিল, এবং এই সংযোগের মধ্যেই ধর্মভিত্তিক রাজনীতি একসময় সীমাবদ্ধ হয়ে পড়ে। একইভাবে কওমি রাজনীতিতেও এ প্রবণতা দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।











