শ্রী রামকৃষ্ণ পরমহংসের ১৯০তম জন্মবার্ষিকী এবং স্বামী বিবেকানন্দের ঢাকা সফরের ১২৫তম বার্ষিকী উপলক্ষে ঢাকার রামকৃষ্ণ মিশনের উদ্যোগে একটি বিশেষ সমাবেশের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা।

হাই কমিশনার তার বক্তব্যে ভারত ও বাংলাদেশের মধ্যে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সংযোগ গঠনে শ্রী রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের জীবন ও শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী পূর্ণতমানন্দ, বাংলা একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক ড. তপন বাগচী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন।