October 25, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • শ্রীলঙ্কা MICE Expo’র ফ্যাম ট্যুরে অতিথিদের নিয়ে মিলেনিয়াম এলিফ্যান্ট ফাউন্ডেশন পরিদর্শন

শ্রীলঙ্কা MICE Expo’র ফ্যাম ট্যুরে অতিথিদের নিয়ে মিলেনিয়াম এলিফ্যান্ট ফাউন্ডেশন পরিদর্শন

Image

শ্রীলঙ্কা MICE Expo ২০২৫-এর অংশ হিসেবে আয়োজিত ফ্যামিলিয়ারাইজেশন ট্যুরের আওতায় আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিশ্বের ৩০টি দেশ থেকে আগত ট্যুর অপারেটর, বিনিয়োগকারী, পর্যটন ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে শ্রীলঙ্কার Millennium Elephant Foundation (MEF)-এ একটি পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে অতিথিরা হাতি সংরক্ষণ কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম সরেজমিনে দেখেন এবং হাতি পরিচর্যা, স্নান করানো ও তাদের দৈনন্দিন জীবনের নানা দিক পর্যবেক্ষণ করেন। তারা এ অভিজ্ঞতা বেশ উপভোগ করেন এবং শ্রীলঙ্কার বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতি প্রশংসা জানান।

শ্রীলঙ্কার কেগালে অঞ্চলে অবস্থিত Millennium Elephant Foundation একটি দাতব্য সংস্থা, যা ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় ১৫ একর আয়তনের এই প্রতিষ্ঠানে বন্দী বা পোষ্য অবস্থায় থাকা এশীয় হাতিদের উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন ও যত্ন নেওয়া হয়। একই সঙ্গে এখানে ‘Elephant Walk Experience’, স্বেচ্ছাসেবী কর্মসূচি এবং মাহাউট প্রশিক্ষণ পরিচালিত হয়, যেখানে দর্শকরা হাতির সঙ্গে হাঁটা, স্নান করানো ইত্যাদিতে অংশ নিতে পারেন।

এই পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটন প্রতিনিধিরা শুধু হাতি দেখার সুযোগই পাননি, বরং প্রাণী সংরক্ষণ কার্যক্রম, পুনর্বাসন উদ্যোগ ও দায়িত্বশীল পর্যটন সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জন করেছেন।

আয়োজকদের মতে, এমন উদ্যোগ শ্রীলঙ্কার পরিবেশবান্ধব পর্যটন ভাবমূর্তি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Scroll to Top