October 25, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • শ্রীলঙ্কায় MICE পর্যটন কৌশল নিয়ে বিশেষজ্ঞদের প্যানেল আলোচনা অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় MICE পর্যটন কৌশল নিয়ে বিশেষজ্ঞদের প্যানেল আলোচনা অনুষ্ঠিত

Image

শ্রীলঙ্কার দ্রুত বর্ধনশীল মিটিংস, ইনসেনটিভস, কনফারেন্সেস ও এক্সিবিশনস (MICE) শিল্পে নতুন মাইলফলক হিসেবে সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) কলম্বোতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শ্রীলঙ্কা MICE এক্সপোর পঞ্চম আসর।

দিনটি শুরু হয় আইটিসি রত্নদীপায় স্বাগত মধ্যাহ্নভোজের মাধ্যমে। এরপর বিদেশি অতিথিদের কলম্বো সিটি এক্সপেরিয়েন্স ট্যুরে নিয়ে যাওয়া হয় এবং শহরের গুরুত্বপূর্ণ MICE ভেন্যুগুলো পরিদর্শন করানো হয়।

সন্ধ্যাকালীন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরোর (SLCB) মার্কেটিং ম্যানেজার মালকান্থি ওয়েলিকালা। এরপর সংস্থার সিনিয়র ম্যানেজার ও ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আচিনি দানদুন্নাগে শ্রীলঙ্কাকে একটি সম্ভাবনাময় MICE গন্তব্য হিসেবে উপস্থাপন করেন।

পরে অনুষ্ঠিত হয় “শ্রীলঙ্কার MICE পর্যটন কৌশল” শীর্ষক প্যানেল আলোচনা। এটি সঞ্চালনা করেন ট্যুরিজম অ্যাডভাইসরি কাউন্সিলের চেয়ারম্যান দিলীপ মুদাদেনিয়া। আলোচনায় অংশ নেন শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরো ও SLITHM-এর চেয়ারম্যান ধীরা হেট্টিআরাচ্চি, SLTPB ও SLTDA-র চেয়ারম্যান বু্ধ্ধিকা হিউয়াওয়াসাম, SLAITO-র ভাইস প্রেসিডেন্ট ববি জর্ডান হ্যানসেন এবং শ্রীলঙ্কান এয়ারলাইন্সের মার্কেটিং প্রধান সামিন্দা পেরেরা।

প্যানেল আলোচনায় শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরোর চেয়ারম্যান ধীরা হেট্টিআরাচ্চি বলেন, “বর্তমান সরকারের নীতিমালা অনুযায়ী MICE খাতকে একটি বড় অর্থনৈতিক স্তম্ভ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৯ শতাংশে স্থিতিশীল, সুদহার কম এবং বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে MICE সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা একাধিক কৌশল বাস্তবায়ন করছি। ভিসা ও বিনিয়োগ নীতিমালা সহজীকরণ, জাতীয় বিমান সংস্থার সক্ষমতা বৃদ্ধি—সবকিছুই ভবিষ্যতের টেকসই MICE শিল্প গড়ার অংশ।”

সঞ্চালক দিলীপ মুদাদেনিয়া বলেন, “আমরা সাধারণ পর্যটন থেকে সরে এসে উচ্চ ব্যয়ক্ষম ও অভিজ্ঞতাভিত্তিক পর্যটকদের দিকে নজর দিচ্ছি। ভারত আমাদের সবচেয়ে বড় MICE বাজার হলেও আমরা বিয়ের পর্যটন, সামুদ্রিক পর্যটন, বন্যপ্রাণী ও প্রকৃতি-নির্ভর পর্যটনসহ নানামুখী পণ্য উন্নয়নে কাজ করছি, যাতে পর্যটকরা আরও বেশি অর্থ ব্যয় করেন এবং সমৃদ্ধ অভিজ্ঞতা পান।”

SLAITO-র ভাইস প্রেসিডেন্ট ববি জর্ডান হ্যানসেন বলেন, “প্রতিটি কনভেনশন বা MICE ইভেন্টে আমরা কনভেনশন ব্যুরোর আর্থিক ও নথি সহায়তা পাই। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে আমাদের কাজের পরিধি বেড়েছে। তবে এখন শুধু কলম্বো নয়, আঞ্চলিক পর্যায়ে কনভেনশন সেন্টার গড়ে তোলাও জরুরি। এতে পর্যটনের সুবিধা সারা দেশে বিস্তৃত হবে এবং নতুন বাজার সৃষ্টি হবে।”

আলোচনায় আরও উঠে আসে যে জেনারেশন জেড পর্যটকদের পছন্দ এখন বদলে গেছে। তারা অভিজ্ঞতাভিত্তিক ভ্রমণ, স্থানীয় সংস্কৃতি, কমিউনিটি-ভিত্তিক পর্যটন, সাসটেইনেবিলিটি, ওয়েলনেস ও প্রযুক্তিনির্ভর সেবার দিকে বেশি ঝুঁকছেন। এ কারণে শ্রীলঙ্কা পর্যটন খাতে টেকসই মানদণ্ড বাস্তবায়ন, কমিউনিটি ট্যুরিজম প্রচার এবং অভিজ্ঞতাভিত্তিক পণ্য চালু করছে।

বক্তারা আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে শ্রীলঙ্কা আন্তর্জাতিক MICE বাজারে নিজেদের সম্ভাবনা আরও উজ্জ্বল করতে পারবে এবং দেশব্যাপী পর্যটন আয়ের নতুন দিগন্ত উন্মোচন হবে।

Scroll to Top