বাংলাদেশের পোশাক শিল্পের গত এক দশকের উত্তাল সময়েও যারা শিল্পকে স্থিতিশীল রেখেছেন, সামনে এগিয়ে নিয়েছেন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছেন—তাদের মধ্যে শোভন ইসলাম অন্যতম। তিনি স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং দেশের একজন পরিশীলিত, দূরদর্শী ও বাস্তবমুখী শিল্পনেতা।
শিল্প যখন বৈশ্বিক সংকট, শ্রমবাজারের চ্যালেঞ্জ ও টেকসই উৎপাদনের চাপে জর্জরিত, তখন শোভন ইসলাম তাঁর কৌশলী সিদ্ধান্ত ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে Sparrow Group-কে শুধু রক্ষা করেননি, বরং একটি নির্ভরযোগ্য ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করেছেন।

শ্রমিক কল্যাণ, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং নতুন বাজারের সন্ধানে শোভন ইসলামের অবদান ইতোমধ্যেই শিল্পে প্রশংসিত। তাঁর বিশ্বাস—শিল্পের টিকে থাকার মূল ভিত্তি হলো পরিকল্পিত ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও মানবসম্পদের উন্নয়ন।
তিনি স্পষ্টভাবে বলেন, “BGMEA যত বেশি শ্রমিক ও কর্মচারীদের সাথে সংযুক্ত থাকবে, ততই আমাদের শিল্প হবে আরও দৃঢ়, টেকসই ও ঐক্যবদ্ধ। আমরা চাই, এই নির্বাচন শুধু মালিকদের স্বার্থের প্রতিফলন না হয়ে, শ্রমিক, কর্মচারী এবং ভবিষ্যৎ টেক্সটাইল প্রজন্মের অধিকার, মর্যাদা ও অগ্রগতির বিষয়েও দায়িত্বশীল হোক।”
বর্তমানে পোশাক শিল্পে কমপ্লায়েন্স সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শোভন ইসলাম বলেন, “বিভিন্ন বায়ার বিভিন্ন ধরণের কমপ্লায়েন্স রিকোয়ায়ারমেন্ট চাপিয়ে দেয়। এর ফলে প্রায় প্রতি মাসেই একটি অডিট করতে হয়। এতে করে আমাদের সক্ষমতা ক্ষয় হচ্ছে এবং ছোট ও মাঝারি শিল্পগুলোর পক্ষে এটি টিকিয়ে রাখা কঠিন।”
তাই আসন্ন বিজিএমইএ নির্বাচনী ইশতেহারে একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার যুক্ত করেছেন—একটি অভিন্ন ইউনিফাইড কোড অফ কন্ডাক্ট চালু করা, যা পুরো দেশের জন্য কার্যকর হবে এবং ছোট ও মাঝারি কারখানাগুলোকে টিকে থাকতে সহায়তা করবে।

শুধু ইউরোপ ও আমেরিকান বাজারের ওপর নির্ভরতা না রেখে, মধ্যপ্রাচ্য, এশিয়া ও ল্যাটিন মার্কেটেও বাংলাদেশের পোশাক রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনের পরিকল্পনা রয়েছে শোভন ইসলামের। এটি আসন্ন নির্বাচনী ইশতেহারে তাদের অঙ্গীকারের অন্যতম অংশ।
শোভন ইসলাম শুধু দেশীয় শিল্পদর্শনে সীমাবদ্ধ নন। তিনি আন্তর্জাতিক শিক্ষাগত ও পেশাদার পটভূমি থেকেও অর্জন করেছেন মূল্যবান অভিজ্ঞতা। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান Hewlett Packard-এ ২৪ বছর কাজ করেছেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। এই অভিজ্ঞতা তাঁকে দিয়েছে একটি গ্লোবাল দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের দক্ষতা।
Sparrow Apparel আজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওয়োভেন গার্মেন্ট এক্সপোর্টার, যাদের লক্ষ্য হলো বিশ্বমানের পণ্য তৈরি করে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করা।
শোভন ইসলামের নেতৃত্বে পোশাক শিল্পের ভবিষ্যৎ যেন শুধু লাভের অঙ্কে সীমাবদ্ধ না থাকে, বরং শ্রমিক, কর্মচারী, এবং পরবর্তী প্রজন্মের টেক্সটাইল পেশাজীবীদের অধিকার ও মর্যাদার ভিত্তিতে গড়ে ওঠে—এই লক্ষ্যেই তিনি এগিয়ে চলেছেন।
বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭ এ সম্মিলিত পরিষদের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই দূরদর্শী নেতা।