August 5, 2025

শিরোনাম

শুরু হলো ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’

Image

ঢাকার সেনা মালঞ্চে শনিবার (২১ জুন) সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধন হয় দেশের সর্ববৃহৎ প্রযুক্তিনির্ভর আউটসোর্সিং সম্মেলন ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ আয়োজিত এই সামিটের এবারের প্রতিপাদ্য ‘বিপিও ২.০ : রেভল্যুশন টু ইনোভেশন।’

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিল্প ও গৃহায়ণ-গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, ‘বিপিও খাত এখন শুধু আউটসোর্সিং নয়, এটি মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক রূপান্তরের প্রতীক। সরকার এই খাতের বিস্তারে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।’

তিনি আরও বলেন, ‘তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল অর্থনীতির ভিত মজবুত করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

Scroll to Top