শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর সূত্রাপুর ও গেন্ডারিয়া থানার বিভিন্ন সার্বজনীন পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময় ও পরিদর্শন করেছেন ঢাকা মহানগর দক্ষিণের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ইশরাক হোসেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় তিনি সূত্রাপুর ও গেন্ডারিয়া এলাকার একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি সূত্রাপুর থানা এলাকার কালীঘাটের শিব মন্দির, আবির্ভাব সর্বজনীয় পূজা কমিটি, মালাকাটোলা পূজা কমিটি, সম্মিলনী পূজা কমিটি, একতা সংঘ পূজা কমিটি, নবদিগন্ত পূজা কমিটি, সূত্রাপুর গৌতম মন্দির পূজা কমিটি, আর্য সঙ্গ পূজা কমিটি, শ্রী শ্রী মদনমোহন দেব বিগ্রহ মন্দির, হেমেন্দ্র নবীন সংঘ মন্দির, লক্ষ্মী নারায়ণ জিউ ঠাকুর মন্দির, শিব মন্দির পূজা কমিটি, ঘোকুল চন্দ্র রায় পূজা কমিটি, নর্থব্রুক হল রোড সার্বজনীন পূজা কমিটি, সবুজ স্বপন সংঘ পূজা কমিটি, নরসিংহ মন্দির পূজা কমিটি, মহামায়া পূজা কমিটি, একরামপুর পূজা কমিটি, কুলুটোলা দুর্গা মন্দির, বানিয়ানগর দামপাড়া সার্বজনীন পূজা কমিটি, ঋষিকেশ দাস রোড পূজা কমিটি, শ্রী শ্রী কালী ও রাধাকৃষ্ণ মন্দির, দয়াময়ী মা মহকাশী পূজা সংঘ, মদন গোপাল জিউ বিগ্রহ মন্দির এবং শ্রী শ্রী সীতানাথ জিউ বিগ্রহ মন্দির পরিদর্শন করেন।

পরে তিনি গেন্ডারিয়া থানার বর্ধনপাড়া মন্দির, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউ বিগ্রহ মন্দির, প্রতিধ্বনি সংঘ দুর্গা মন্দির, বিবেকানন্দ সেবা সংঘ, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ সেবা সংঘ, শ্রী শ্রী যমুনা মাঈ আশ্রয় ও মন্দির, জেলেপাড়া মন্দির, শ্রী শ্রী জাতীয় শিব মন্দির, ঋষিপাড়া মন্দির ও সুইপার কলোনী মন্দির পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজা উদ্যাপকদের সঙ্গে সৌজন্য আলাপ করেন এবং সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের জন্য শুভকামনা জানান।











