দিনাজপুর প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাদের কাঙ্ক্ষিত শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়া হয় তবে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। তিনি নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
আজ রবিবার (১৯ অক্টোবর, ২০২৫) শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার সমন্বয় সভায় তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম প্রশ্ন তুলেছেন, কোন আইনের ভিত্তিতে শাপলা প্রতীক কোন একটা রাজনৈতিক দল বা এনসিপিকে বরাদ্দ দেওয়া যাবে না? তার দাবি, আইনজ্ঞরা বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিতে আইনগত কোনো বাধা নেই। তিনি নির্বাচন কমিশনের দীর্ঘসূত্রিতা নিয়েও প্রশ্ন তুলে বলেন, রাজনৈতিক দল হিসাবে যেদিন আবেদন করেছিলাম, সেদিন শাপলা প্রতীক বরাদ্দ চেয়েছিলাম। বিগত কয়েক মাসে তারা কেন মার্কার লিস্ট প্রতীক বরাদ্দ করলেন না।
তিনি নির্বাচন কমিশনের এই অবস্থাকে খামখেয়ালিপনায় অন্তর্ভুক্ত করেন এবং অভিযোগ করেন, অথবা কারো প্রভাবে প্রভাবিত হয়ে তারা এটি করার সৎ সাহস দেখাতে পারেন নাই।
এনসিপি নেতা আরও বলেন, যে নির্বাচন কমিশন তাদের প্রাপ্য শাপলা প্রতীক দিতে পারে না, তাদের অধীনে নির্বাচন স্বচ্ছ হতে পারে না। শাপলা প্রতীক নিয়েই আমরা নির্বাচন করব।
অন্যান্য প্রসঙ্গে সারজিস আলম বলেন, জুলাই যোদ্ধাদের উপর হামলার ঘটনায় ইন্টেরিম গভর্নমেন্টের (অন্তর্র্বর্তী সরকার) দুঃখ প্রকাশ করা উচিত। তিনি আরও উল্লেখ করেন যে জুলাই সনদে আইনগত ভিত্তি থাকতে হবে এবং বাস্তবায়নের নিশ্চয়তা থাকতে হবে।
এন সি পি দিনাজপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফয়সাল করিম সোয়েল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল আহাদ। এছাড়াও দিনাজপুর জেলার নেতা একরামুল হক, আবির, রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।











