October 24, 2025

শিরোনাম

শৈলকুপায় বিজয়া সম্মিলনী ২০২৫ অনুষ্ঠিত

Image

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় “বিজয়া সম্মিলনী ২০২৫”। ধর্মীয় সম্প্রীতি, সাংস্কৃতিক ঐক্য ও সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক বাবু প্রবীর কুমার সাহা (বিদ্যুৎ) এবং শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রীমতি স্নিগ্ধা দাস।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, “এই শৈলকুপা আমার খুব আপন, এখানে কোন রকম নোংরামি, গুন্ডামি, অন্যায় চলবে না, আমরা নিশ্চিত করেছি সারা বাংলাদেশে যেমন সমস্ত নির্যাতন, নিপীড়ন এর বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ হয়ে গেছিল মানুষ তেমনি এই শৈলকুপাতেও অশান্ত পরিবেশ হয়েছিলো, আমরা সেটা শান্ত রেখেছি। তাই আপনাদের নিকট আহ্বান, সবাইকে মিলে এই শৈলকুপাকে একটি উদাহরন হিসেবে তুলে ধরার।”

বাবু প্রবীর কুমার সাহা (বিদ্যুৎ) তার বক্তব্যে বলেন, “আমরা ছোটবেলায় মহালয়ার দিন ভোর বেলা চণ্ডীপাঠ শুনতাম, যদি আপনারা চান তাহলে আগামী বছর থেকে এই আয়োজন এর ব্যবস্থা করা হবে। পুজো টা আমাদের বাঙ্গালী কালচার, তবে এটা শুধু এই বাংলায় সীমাবদ্ধ নেই, নিউইয়র্কেও আমাদের বাঙ্গালিরা ২৪ সাল থেকে এই পুজোর আয়োজন করে থাকে। এই আয়োজনের মাধ্যমে আমরা সবাই একত্র হতে পেরেছি এইজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবিরপুর সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি শ্রী নারায়ণ চন্দ্র সাহা (মাস্টার)।

Scroll to Top