শ্রীলঙ্কা MICE Expo ২০২৫-এর ফ্যামিলিয়ারাইজেশন ট্যুরের অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিদেশি ট্যুর অপারেটর, বিনিয়োগকারী, পর্যটন ও মিডিয়া প্রতিনিধিদের একটি দলকে নিয়ে Mawanella অঞ্চলে অবস্থিত স্পাইস গার্ডেনগুলো ঘুরে দেখানো হয়। বিশেষভাবে তাঁদের নিয়ে Susantha Spice & Herbal Garden-এ যাওয়া হয়।


অতিথিরা পুরো এলাকাটি ঘুরে — বিভিন্ন প্রজাতির মশলা, ঔষধি উদ্ভিদ ও ঘ্রাণ-উদ্ভিদ (herbal) গাছ দেখেন, গাইডদের সঙ্গে কথা বলেন এবং গার্ডেনের পরিচালকদের থেকে সেই জিনিসগুলোর ব্যবহার ও গুণাবলী সম্পর্কিত বিস্তারিত তথ্য গ্রহণ করেন। তারা গাছের রূপ, গন্ধ, প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি ও স্থানীয় ব্যবহার ইত্যাদি বিষয়ে সরাসরি ধারণা লাভ করেন।

Susantha Spice & Herbal Garden একটি জনপ্রিয় স্পাইস ও হার্বাল গার্ডেন যা Kandy–Colombo রুটে অবস্থিত এবং মাওয়ানেল্লা অঞ্চলে অবস্থিত।

এটি দীর্ঘদিন ধরে পরিচালিত হয় এবং পর্যটকদের জন্য গার্ডেন ট্যুর আয়োজন করে যেখানে তারা মশলা ও ঔষধি গাছ পালি, তাদের প্রক্রিয়াজাতকরণ ও তাদের স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে শিখতে পারে।


গার্ডেনটি “transparency and fairness” নীতিতে পরিচালিত হয় এবং স্থানীয়ভাবে বৈধ ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তাদের পণ্য উৎপাদন করে বলে দাবি করে।

এছাড়া, গার্ডেনটিতে গাইডড ট্যুরের মাধ্যমে উদ্ভিদ ও মশলা গাছের কার্যকরীতা, গুণ, উপকারিতা ও প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া দর্শন এবং শেখানোর সুযোগ থাকে।

এই পরিদর্শনের মাধ্যমে অতিথিরা শুধু সুন্দর প্রকৃতিতে ঘুরে দেখেনই না, বরং স্পাইস ও হার্বাল গাছের ব্যবহার, ঔষধগত গুণাবলী ও স্থানীয় সংস্কৃতিতে তাদের ভূমিকা সম্পর্কে গভীরতর ধারণা লাভ করেন। আয়োজকদের মতে, এরূপ অভিজ্ঞতা শ্রীলঙ্কার “হেলথি ও সবুজ পর্যটন” ভাবমূর্তি কে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক পর্যটন প্রতিনিধিদের কাছে দেশটির অতিরিক্ত আকর্ষণ হিসেবে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।











