পবিত্র মাহে রমজানে, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার উদযাপন করলো তাদের ৪র্থ বর্ষপূর্তি।

এই বিশেষ দিনটি উপলক্ষে আয়োজন করা হয় এক অনন্য ইফতার মাহফিল, যেখানে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা একত্রিত হয়ে উদযাপন করেন এই দীর্ঘযাত্রার সাফল্য। মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম।




তিনি বলেন চার বছরের পথচলায়, ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের প্রাপ্তি ও অপ্রাপ্তি রয়েছে। কিন্তু বিশ্বমানের চিকিৎসা, অত্যাধুনিক প্রযুক্তি এবং মানবিক সেবার সমন্বয়ে চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচন করেছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার।
এই যাত্রায় গত চার বছরে আমরা লক্ষাধিক রোগীর সুস্থতায় পাশে ছিলাম আপনজন হয়ে, ভবিষ্যতেও পাশে থাকবো সেবার মান অক্ষুণ্ণ রেখে আরও অসংখ্য রোগীকে সুস্থ করে তোলার প্রত্যয়ে। আমাদের লক্ষ্য ক্যান্সার জয়ে রোগীদের বিদেশ মুখীতা রোধ করা এবং রোগীর সর্বোচ্চ সেবা প্রদানে সর্বদা পাশে থাকা।