Bangladesh Red Crescent Society (BDRCS)’র নব নিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম (অব.), ম্যানেজিং বোর্ডের সদস্য জনাব মুহাম্মদ তুহিন ফারাবী ও ডা. মাহমুদা আলম মিতু ক্যাম্পে বসবাসরত বাস্তুচ্যুত মিয়ানমার জনগোষ্ঠীর জন্যে পরিচালিত সোসাইটি’র চলমান মানবিক কার্যক্রমসমুহ পরিদর্শন করেন।




পরিদর্শনকালে বিডিআরসিএস-এর চেয়ারম্যান ও ম্যানেজিং বোর্ডের সদস্যগণ ক্যাম্প পপুলেশন মুভমেন্ট অপারেশন (পিএমও) এবং মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন (এমআরআরও) অধীনে পরিচাণিত বিভিন্ন মানবিক কর্মকাণ্ডসমুহ পর্যবেক্ষণ করেন। তিনি এই সমস্যার টেকসই সমাধান ও দীর্ঘমেয়াদী মানবিক সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো: আশরাফ আলম (এনডিসি); মোঃ মিজানুর রহমান, পরিচালক, ডিজাস্টার রেসপন্স; আকরাম আলী খান, পপুলেশান মুভমেন্ট অপারেশান (পিএমও) এর ভারপ্রাপ্ত প্রধান; হৃষিকেশ হরিচন্দন, আইএফআরসি-র হেড অফ সাব-অফিস; কাতার রেড ক্রস সোসাইটি, বাংলাদেশের প্রোগ্রাম প্রধান মোহাম্মদ থাবেত সাফি এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ অনান্য উপস্থিত ছিলেন।