March 15, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের মানবিক কার্যক্রম পরিদর্শন

রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের মানবিক কার্যক্রম পরিদর্শন

Image

Bangladesh Red Crescent Society (BDRCS)’র নব নিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম (অব.), ম্যানেজিং বোর্ডের সদস্য জনাব মুহাম্মদ তুহিন ফারাবী ও ডা. মাহমুদা আলম মিতু ক্যাম্পে বসবাসরত বাস্তুচ্যুত মিয়ানমার জনগোষ্ঠীর জন্যে পরিচালিত সোসাইটি’র চলমান মানবিক কার্যক্রমসমুহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিডিআরসিএস-এর চেয়ারম্যান ও ম্যানেজিং বোর্ডের সদস্যগণ ক্যাম্প পপুলেশন মুভমেন্ট অপারেশন (পিএমও) এবং মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন (এমআরআরও) অধীনে পরিচাণিত বিভিন্ন মানবিক কর্মকাণ্ডসমুহ পর্যবেক্ষণ করেন। তিনি এই সমস্যার টেকসই সমাধান ও দীর্ঘমেয়াদী মানবিক সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো: আশরাফ আলম (এনডিসি); মোঃ মিজানুর রহমান, পরিচালক, ডিজাস্টার রেসপন্স; আকরাম আলী খান, পপুলেশান মুভমেন্ট অপারেশান (পিএমও) এর ভারপ্রাপ্ত প্রধান; হৃষিকেশ হরিচন্দন, আইএফআরসি-র হেড অফ সাব-অফিস; কাতার রেড ক্রস সোসাইটি, বাংলাদেশের প্রোগ্রাম প্রধান মোহাম্মদ থাবেত সাফি এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ অনান্য উপস্থিত ছিলেন।

Scroll to Top