October 25, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • রেমিট্যান্স ব্যয় কমাতে বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগের ওপর জোর দিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর

রেমিট্যান্স ব্যয় কমাতে বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগের ওপর জোর দিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর

Image

রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ ও সৌদি আরবের আর্থিক খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, “দুই দেশের আর্থিক প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ব্যাংক একসঙ্গে কাজ করলে রেমিট্যান্স পাঠানোর ব্যয় অনেকটাই কমানো সম্ভব হবে।”

আজ মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫) রাজধানীর হোটেল শেরাটনের বলরুমে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) আয়োজনে অনুষ্ঠিত ‘সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর আহসান এইচ মনসুর আরও বলেন, “বাংলাদেশের অর্থনীতি ইতোমধ্যে অর্ধ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। আমরা ট্রিলিয়ন ডলারের পথে অগ্রসর হচ্ছি। বৈশ্বিক অনিশ্চয়তা সত্ত্বেও আমাদের প্রবৃদ্ধি কখনোই নেতিবাচক হয়নি। সৌদি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানাই।”

সামিটে দুই দেশের ব্যবসায়ী, নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশেষজ্ঞরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী পণ্য প্রদর্শনীর উদ্বোধন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার উদ্যোগেই প্রবাসী শ্রমিক পাঠানো আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যার সুফল আজ আমরা রেমিট্যান্সে পাচ্ছি। দক্ষতা উন্নয়নে জোর দিলে রেমিট্যান্স আয় বহুগুণ বাড়ানো সম্ভব।”

তিনি আরও বলেন, “সৌদি আরবের বিশাল বিনিয়োগ তহবিল বাংলাদেশের মূলধন বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি শুধু বাংলাদেশের অর্থনীতি নয়, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককেও আরও দৃঢ় করবে।”

এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, “দীর্ঘ ৫৩ বছর পর সৌদি আরবের সঙ্গে যৌথ ব্যবসায়ী চেম্বার গঠিত হয়েছে, এটি দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়। পোশাক, কৃষি, আইটি ও দক্ষ শ্রমিক রফতানি বাড়ানোর পাশাপাশি আমরা সৌদি বিনিয়োগ আকর্ষণে কাজ করছি।”

সৌদি প্রতিনিধি দলের প্রধান শেখ ওমর আবদুল হাফিজ আমির বকশ বলেন, “দুই দেশের যৌথ বিনিয়োগ বাড়াতে এই সংগঠন খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, এটি পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে।”

Scroll to Top