বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের পিতা ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদৎবার্ষিকী উপলক্ষেবুধবার (৬ আগস্ট ২০২৫) রাতে রাজধানীর ধানমন্ডিস্থ ‘মাহবুব ভবনে’ তাঁর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মাহফিলে মরহুমের পরিবার-পরিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এ সময় মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।