বাংলাদেশে নিযুক্ত জার্মানির নতুন রাষ্ট্রদূত হে. ই. ড. রুডিগার লট্জ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট রাষ্ট্রপতির কার্যালয়ে (বঙ্গভবন) আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছেন।
পরিচয়পত্র পেশের পর সৌজন্য সাক্ষাতে উভয়পক্ষ গণতন্ত্র ও মানবাধিকার, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত লট্জ বলেন, “বাংলাদেশের মানুষের মনোবল সত্যিই অনুপ্রেরণাদায়ক। জার্মানি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে; আমরা এই পথ একসাথে অগ্রসর হব।”