শনিবার (১১ অক্টোবর, ২০২৫) গাজীপুর রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড. রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং এলাকার সাধারণ মানুষ। তারা দলের সম্প্রসারণ ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমকে উৎসাহ দিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা অনুষ্ঠানে দেশের রাজনৈতিক অবস্থার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন এবং দলের সকল স্তরের নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে উদ্বুদ্ধ করেন।











