October 24, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর বিএনপির ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর বিএনপির ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Image

শনিবার (১১ অক্টোবর, ২০২৫) গাজীপুর রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড. রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং এলাকার সাধারণ মানুষ। তারা দলের সম্প্রসারণ ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমকে উৎসাহ দিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা অনুষ্ঠানে দেশের রাজনৈতিক অবস্থার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন এবং দলের সকল স্তরের নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে উদ্বুদ্ধ করেন।

Scroll to Top