August 3, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • যুক্তরাষ্ট্রে রপ্তানিতে বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা, ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে রপ্তানিতে বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা, ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা

Image

যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বর্ধিত শুল্ক কার্যকর করার সময়সীমা কিছুটা পেছানো হয়েছে। ট্রাম্প জানান, যদি উল্লিখিত দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারসাম্য বিষয়ে কোনো সমঝোতা না হয়, তবে আগামী ১ আগস্ট ২০২৫ থেকে নতুন শুল্ক কার্যকর হবে।

নতুন শুল্ক আরোপের তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, তুরস্কসহ মোট ১৪টি দেশ। এ লক্ষ্যে গতকাল সোমবার (৭ জুলাই) এসব দেশের সরকারপ্রধানদের উদ্দেশে একটি করে চিঠিও পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত বাংলাদেশি তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র সরকার। ওই সময়, শুল্ক কার্যকর হওয়ার আগে সময় চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি লিখেছিলেন। তার পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র তিন মাস সময় দিয়েছিল।

তবে এই সময়সীমার শেষ মুহূর্তে এসে ট্রাম্প বর্ধিত শুল্ক কার্যকরের সময়সীমা আরও এক মাস বাড়িয়ে আগামী ১ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন। সেই সঙ্গে নতুন চিঠিতে আবারও স্পষ্ট করে জানানো হয়েছে—যদি এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাসে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া হয়, তবে রপ্তানিকারক দেশগুলোর পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বর্ধিত হারে শুল্ক পরিশোধ করতে হবে।

Scroll to Top