August 5, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • যুক্তরাজ্য ও বাংলাদেশের সহযোগিতার বিস্তৃত সুযোগ নিয়ে আলোচনা করতে তথ্য উপদেষ্টার সাথে ব্রিটিশ হাইকমিশনার সাক্ষাৎ করেছেন

যুক্তরাজ্য ও বাংলাদেশের সহযোগিতার বিস্তৃত সুযোগ নিয়ে আলোচনা করতে তথ্য উপদেষ্টার সাথে ব্রিটিশ হাইকমিশনার সাক্ষাৎ করেছেন

Image

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক (Sarah Cooke) বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক করেছেন।

বৈঠকে মাহফুজ আলম হাইকমিশনারকে তাঁর অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন পরিকল্পনার বিষয়ে অবহিত করেন। তিনি বিশেষভাবে গণমাধ্যম খাতে সংস্কারের উদ্যোগ এবং সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন।

এছাড়াও, বৈঠকে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি এবং যোগাযোগ ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।

Scroll to Top