October 25, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে দলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাজ্যের বাণিজ্য দূত মাননীয় ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৬ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মিসেস সাইয়েদা রুম্মান, কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এবং ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ডা. শাহানা পারভিন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি এবং গার্মেন্টস, ঔষধ, কৃষি, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন খাতের সাম্প্রতিক অগ্রযাত্রা নিয়ে আলোচনা হয়।

এছাড়া, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের সম্ভাব্য ভূমিকা নিয়েও উভয়পক্ষ মতবিনিময় করেন। নারীর অর্থনৈতিক অংশগ্রহণ, বিশেষত হস্ত ও কুটির শিল্পে নারীদের সম্পৃক্ততা এবং দক্ষতা উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে উভয়পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও অগ্রগতির ধারাকে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।

Scroll to Top