October 26, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • মোহাম্মদ আলী ইবিএফসিআই-বাংলাদেশ এর পরিচালক ও কান্ট্রি হেড হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন

মোহাম্মদ আলী ইবিএফসিআই-বাংলাদেশ এর পরিচালক ও কান্ট্রি হেড হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন

Image

বাংলাদেশে আন্তর্জাতিক সহযোগিতা ও কৌশলগত সম্পৃক্ততার এক গুরুত্বপূর্ণ অগ্রগতিতে, মোহাম্মদ আলী ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (EBFCI)-এর বাংলাদেশ শাখার পরিচালক ও কান্ট্রি হেড হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন।

গত ২৫ জুন ঢাকার বারিধারায় অনুষ্ঠিত EBFCI-বাংলাদেশ-এর উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ আলী তাঁর অফিসিয়াল ডিরেক্টরশিপ সার্টিফিকেট গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন EBFCI-এর প্রেসিডেন্ট ড. ওয়ালিতাসার উদ্দিন MBE DBA JP, যিনি আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফরেন সেক্রেটারি জনাব আসাদ ইসলাম এবং ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের মান্যবর রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মাইকেল মিলার।

নতুন দায়িত্বে মোহাম্মদ আলী EBFCI-এর বাংলাদেশে সকল কার্যক্রম পরিচালনার পূর্ণ দায়িত্বপ্রাপ্ত হবেন। তিনি ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলসহ বাংলাদেশে নিযুক্ত ইইউ সদস্য রাষ্ট্রগুলোর দূতাবাস ও হাইকমিশনের সঙ্গে সংযোগ রক্ষা করবেন। একইসঙ্গে, বাংলাদেশ সরকার এবং এর বিভিন্ন সংস্থার সাথে EBFCI-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার ক্ষমতাও তার থাকবে—সংস্থার গঠনতন্ত্র ও নীতিমালার অধীনে থেকে।

মোহাম্মদ আলী, যিনি আলিফস ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন, তাঁর কর্মজীবনে বহুমাত্রিক অবদান রেখেছেন। তিনি কর্মজীবন শুরু করেন হসপিটালিটি খাতে, যেখানে তিনি খুব অল্প সময়েই দেশের অন্যতম কনিষ্ঠ জেনারেল ম্যানেজার হিসেবে সফলতা অর্জন করেন। পরবর্তীতে ব্যবসা পরিচালনা, প্রশাসন, সেলস ও মার্কেটিং-এর পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার ম্যানুফ্যাকচারিং এবং হসপিটালিটি সার্ভিসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

আধুনিক চিন্তাধারা ও মানসম্পন্ন সেবার প্রতি অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে তাঁর নেতৃত্বে পরিচালিত আলিফস ইঞ্জিনিয়ারিং-এ। পেশাগত দায়িত্বের বাইরেও তিনি সামাজিক ও কমিউনিটি কর্মকাণ্ডে সক্রিয়। তিনি রোটারি ক্লাব উত্তরা এবং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI)-এর সক্রিয় সদস্য হিসেবে সামাজিক উন্নয়ন ও নেটওয়ার্কিং কার্যক্রমে অবদান রাখছেন।

মোহাম্মদ আলীর এই নিয়োগকে EBFCI-এর বাংলাদেশে উপস্থিতি ও অংশীদারিত্ব জোরদারের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে তার বহুমুখী দক্ষতা ও দেশি-বিদেশি নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Scroll to Top