October 24, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • মিরপুরে কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

মিরপুরে কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

Image

রাজধানীর মিরপুরে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বেলা সাড়ে ১১টার পর হঠাৎ করে একটি পোশাক কারখানা ও পাশের কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সহায়তায় যোগ দেন কাছের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র‌্যাব এবং বিজিবি সদস্যরা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, গার্মেন্টস অংশের আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে কেমিক্যাল গোডাউনের আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গোডাউনটি এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, সেখানে ৬ থেকে ৭ ধরণের রাসায়নিক মজুদ ছিল। এসব রাসায়নিকের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে এবং পুনরায় বিস্ফোরণের আশঙ্কাও রয়ে গেছে।

Scroll to Top