August 10, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের সরকারি মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের সরকারি মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১১-১৩ আগস্ট ২০২৫ তারিখে মালয়েশিয়ায় সরকারি সফরে যাচ্ছেন। এ সফরে তাঁর সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

১১ আগস্ট সফরের প্রথম দিনে গার্ড অব অনার ও আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানো হবে। ১২ আগস্ট পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূস ও দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের মধ্যে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি খাত, ব্যবসায়িক কাউন্সিল গঠন, BMCCI ও MIMOS-এর মধ্যে সহযোগিতা, এবং BIISS ও মালয়েশিয়ার ISIS-এর মধ্যে সহযোগিতাসহ মোট পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এছাড়া, হালাল ইকোসিস্টেম, উচ্চ শিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ে তিনটি ‘নোট বিনিময়’ হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের সরকারপ্রধান স্বাক্ষর ও নোট বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন এবং প্রধান উপদেষ্টার সম্মানে একটি রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হবে। একইদিন বিকেলে ড. ইউনূস একটি ব্যবসায় ফোরামে অংশগ্রহণ করবেন এবং পরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। বৈঠকে মালয়েশিয়ায় নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, পেশাজীবীদের সংখ্যা বৃদ্ধি এবং শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা হবে।

১৩ আগস্ট প্রধান উপদেষ্টা Universiti Kebangsaan Malaysia (UKM)-এর চ্যান্সেলর এবং Negeri Sembilan প্রদেশের মহামান্য রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সাথে সাক্ষাৎ করবেন। এসময় UKM তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করবে এবং তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তৃতা দেবেন।

সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয় আলোচনায় আসবে। বাংলাদেশ আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার পাশাপাশি Regional Comprehensive Economic Partnership (RCEP)-এ যোগদানের আবেদনও জোরালোভাবে তুলে ধরবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা।

Scroll to Top