October 24, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Image

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার জনাব মঞ্জুরুল করিম খান চৌধুরী সম্প্রতি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর ক্রেডেনশিয়াল কপিসমূহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে প্রোটোকল প্রধান হাইকমিশনারকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়া হাইকমিশনার জনাব মঞ্জুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উইসমা পুত্রায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের আন্ডারসেক্রেটারির সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে দুই দেশের মধ্যে বিভিন্ন সমঝোতা স্মারকের (MoU) বাস্তবায়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই সময় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মিসেস মোছাম্মৎ শাহানারা মনিকা, কাউন্সেলর (রাজনৈতিক) ও হেড অব চ্যান্সারি মি. প্রণব কুমার ভট্টাচার্য, এবং থার্ড সেক্রেটারি (রাজনৈতিক) মি. মোহাম্মদ তানজিম হুসাইন উপস্থিত ছিলেন।

Scroll to Top