March 14, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • মালয়েশিয়ার নতুন হাইকমিশনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন

মালয়েশিয়ার নতুন হাইকমিশনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন

Image

বাংলাদেশে মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান মঙ্গলবার (৩০ ডিসেম্বর, ২০২৪) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং হাইকমিশনার বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, ফার্মাসিউটিক্যালস, জাহাজ নির্মাণ এবং নবায়নযোগ্য জ্বালানি সহ পারস্পরিক স্বার্থ এবং সম্ভাব্য সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।

মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জানান যে বাংলাদেশ মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত রোডম্যাপের জন্য অপেক্ষা করছে আটকে পড়া বাংলাদেশী শ্রমিকদের, যারা ৩১ মে ২০২৪ সালের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি।

মাননীয় বিদেশী উপদেষ্টা মালয়েশিয়াকে ২০২৫ সালের জানুয়ারিতে আসিয়ান চেয়ারম্যান পদের জন্য অভিনন্দন জানান। উভয়েই দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির জন্য সম্ভাব্য বিনিয়োগ এবং অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান বাংলাদেশে মালয়েশিয়ার গাড়ি উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা নতুন হাইকমিশনারকে বাংলাদেশে তার দায়িত্ব পালনের সময় সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন এবং তার সামনের একটি ফলপ্রসূ দায়িত্ব কামনা করেন।

Scroll to Top