March 14, 2025

শিরোনাম

মালয়েশিয়ান হাইকমিশনে বিজনেস প্রতিনিধিদের বৈঠক

Image

আজ সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ঢাকায় অবস্থিত মালয়েশিয়ান হাইকমিশনে বাংলাদেশে নিযুক্ত মহামান্য মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিজনেস ইন বাংলাদেশ-এর সম্পাদক মোঃ সজীবুল-আল-রাজীব, এক্সপোপ্রো-এর প্রতিষ্ঠাতা এবং সিইও মোঃ মামুনুর রহমান, এবং জেসিআই-এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট খন্দকার নায়েমুল হাসান।

বৈঠকের শুরুতে হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি, বিজনেস ইন বাংলাদেশ-এর পক্ষ থেকে একটি ম্যাগাজিন কভার ফ্রেম উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, পর্যটন খাতের প্রসার, ভিসা জটিলতা নিরসন, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, বি২বি কার্যক্রম, যৌথ সেমিনার আয়োজন, এবং বাংলাদেশি উদ্যোক্তাদের মালয়েশিয়ার বিভিন্ন মেলায় অংশগ্রহণের সুযোগ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ বৈঠক উভয় দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় এবং বাণিজ্যিক সহযোগিতাকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

Scroll to Top