March 14, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • মহামান্য রাষ্ট্রপতির কাছে কূটনৈতিক পরিচয়পত্র পেশ করলেন কলম্বিয়ার রাষ্ট্রদূত

মহামান্য রাষ্ট্রপতির কাছে কূটনৈতিক পরিচয়পত্র পেশ করলেন কলম্বিয়ার রাষ্ট্রদূত

Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে কূটনৈতিক পরিচয়পত্র পেশ করেছেন গণপ্রজাতন্ত্রী কলম্বিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মি. ভিক্টর হুগো একেভেরি জারামিলো। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) বঙ্গভবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি তাঁর পরিচয়পত্র হস্তান্তর করেন।

রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ ও কলম্বিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। উভয় দেশ বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রদূত ভিক্টর হুগো একেভেরি জারামিলোর দায়িত্বকালে বাংলাদেশ ও কলম্বিয়ার মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। রাষ্ট্রদূতও তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top