গত ১২ই মার্চ ২০২৫ বুধবার ১১ই রমজান, এরফান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মোঃ এরফান আলীর রুহের মাগফিরাত করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এরফান গ্রুপ পরিবারের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে এরফান গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মাহবুব আলম (সিআইপি) এর সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ মহোদয় , সাবেক এমপি মো. লতিফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিসুর রহমান,সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ও মাওলানা আব্দুল মতিন,এরফান গ্রুপের জিএম আলহাজ্ব সাইফুল ইসলাম, অগ্রণী ব্যাংকের এজিএম রফিকুল ইসলাম সহ জেলার বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী বৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।


ইফতার পূর্ব মূহুর্তে এরফান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মোঃ এরফান আলীর রুহের মাগফিরাত কামনা করে ও দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়।