October 25, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ভূমিহীন কৃষক ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে ইইউ–উত্তরণ যৌথ উদ্যোগ

ভূমিহীন কৃষক ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে ইইউ–উত্তরণ যৌথ উদ্যোগ

Image

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান উত্তরণ-এর প্রধান কার্যালয় ও বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি স্থানীয় জনগোষ্ঠী, সিভিল সোসাইটি প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত উক্ত অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন ও উত্তরণের দীর্ঘ ২০ বছরের অংশীদারিত্ব উদযাপন করেন এবং তৃণমূল থেকে কাজ করার মাধ্যমে মানবাধিকার রক্ষা, ভূমিহীন কৃষক ও জলবায়ু–ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক প্রভাব সৃষ্টির জন্য উত্তরণের উদ্যোগকে প্রশংসা করেন।

তিনি বলেন, শুধু অনুদান নয়, বরং বাজারভিত্তিক সমাধান ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। উত্তরণকে ইউরোপীয় ইউনিয়ন কেবল একটি অনুদানগ্রহীতা নয়, বরং ক্ষমতা ভাগাভাগি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি সমান অংশীদার হিসেবে দেখে—এ কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

উত্তরণের পক্ষ থেকে জানানো হয়, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, জলবায়ু ন্যায়বিচার ও টেকসই রূপান্তর অর্জনের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কাজ করে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতেও এই অংশীদারিত্ব অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

Scroll to Top