রবিবার (১২ ডিসেম্বর ২০২৫) রাজধানীর ভাষানটেক থানায় বিএনপি আয়োজিত কর্মশালায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি‘র আহ্বায়ক জনাব আমিনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুজ্জামান আনোয়ার, যিনি সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ১ নম্বর সদস্য ও সাবেক সফল কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কর্মশালায় বক্তারা বিএনপির ৩১ দফা দাবি তুলে ধরে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। তাঁরা জনগণের অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুদৃঢ় করার ওপর জোর দেন।